Tuesday, December 2, 2014

লেখাপড়া করে না যে

Posted by with No comments

 চার্চ এর কেয়ারটেকার এডওয়ার্ড।  জীবনের কাছে তার চাহিদা ছিল কম. আর তাই নিজেকে আর তার বউ কে নিয়ে দিন কাটছিল সুখে। সমস্যা  হলো তখন যখন চার্চ এর নতুন সুপারিনটেনডেন্ট  এসে দেখলেন এডওয়ার্ড  লিখতে এবং পড়তে পারে না। যদিও এডওয়ার্ড এর ১৬ বছরের চাকুরী জীবনে লেখা পড়া  দরকার পড়েনি কখনো । সে ভেবেই নিয়েছিল এই চাকরি তার যাবে না। বিধিবাম, তার চাকরি গেল চলে - কারণ চার্চ এর সুপারিনটেনডেন্ট শিক্ষিত কেয়ারটেকার চান।


প্রবল অভিমান নিয়ে এডওয়ার্ড রাস্তার পাশের বেঞ্চিতে বসে ভাবছিল -হাতে যা সঞ্চয় আছে তা দিয়ে বড়জোর কয়েক দিন খাওয়া জুটবে। চার্চ এর কেয়ারটেকার এর চাকরি পোপের চাকরির মতই  নির্ঝন্ঝাট;  আর তাই ছাটাই হবার সম্ভাবনা শূন্য বলেই ধরেনিয়েছিল সে। এখন কি করবে ভেবে পায় না এডওয়ার্ড। সিগারেট সে ছেড়েছে অনেক বছর আগেই কিন্তু আজ একটা সিগারেট  এর খুব তেষ্টা পাছে তার। কিন্তু মরার এত্ত বড় সড়ক আর তার দুধার জুড়ে এত্ত রকমের দোকান পাট ,সিগারেটট এর দোকান নেই একটাও ।

চট করে মাথা খুলে যায় এডওয়ার্ড এর. সে বাড়ি গিয়ে বৌএর কাছ থেকে জমানো টাকা গুলো নেয়।  কয়েক কার্টন সিগারেট কিনে। তারপর  সেই রাস্তার একপাশে একটা ছোট্ট কিন্তু চোখে পরে এমন একটা জায়গা খুঁজে নিয়ে বিক্রি করা শুরু করে। এলাকার সব দোকানি আর পেশাজীবির একমাত্র সিগারেট সাপ্লায়ার হয়ে উঠে সে। চার্চ এর কেয়ারটেকার এর চে কামাই খুব বেশি না হলেও কাজ টা সহজ। কিছু টাকা জমিয়ে  একই রকম ব্যস্ত  রাস্তা খুঁজে নিয়ে আরেকটা ছোট্ট দোকান খুলে বসে আর আগের দোকান টা  চালানোর জন্য একটা বিশ্বস্ত লোক নিয়োগ করে সে । এভাবে দশ বছরে দশটা দোকান খুলে এডওয়ার্ড। এখন তার কাজ প্রতি সোমবারে দোকান থেকে টাকা বুঝে নেয়া আর সময় মত সাপ্লাই নিশ্চিত করা।

---



এদিকে ব্যাঙ্ক এ অনেক টাকা জমে উঠেছে ১০ টির  বেশি দোকান সামলানোর মত সময় ও শক্তিও আর তার নেই। আর তাই ব্যাঙ্ক এর ব্যালান্স বাড়তেই থাকে। ব্যাঙ্ক এর ম্যানেজার এসে সুধায়-

- আপনি আমাদের আমাদের মাধ্যমে স্টক বিনিয়োগ করলে  ব্যাঙ্ক এর সুদের চে বেশি লাভ পেতে পারতেন।
-এডওয়ার্ড এর জবাব: যদিও আমার টাকার তেমন দরকার নেই।  আর আমি এইসব স্টক এর ব্যবসা ঠিক বুঝিও না আমার পক্ষে হয়ত এই বিনিয়োগ করা সম্ভব হবে না।

ব্যাংকার বলল
- আপনাকে কোনো দুশ্চিন্তাই  করতে হবে না। আপনি শুধু কিছু দলিল সই করে দিবেন। সব শর্তাবলী সেই দলিলেই লেখা থাকবে। আপনাকে শুধু কষ্ট করে পড়ে দেখতে হবে।

- দু:খিত  জনাব। আমি পড়তে জানি না
- সেটা কিভাবে সম্ভব। লেখাপড়া না জেনে আপনি এত টাকার মালিক কিভাবে হয়েছেন?
- আসলে আমার দরকার পড়েনি কখনো।
- আপনি কি বলছেন আপনি কি বুঝতে পারছেন  ? লেখাপড়া না জেনেই আপনি যেই অবস্থানে এসেছেন আপনি কি জানেন লেখাপড়া জানলে আপনি কত বড় হতে পারতেন?
- হুমম জানি।  চার্চের কেয়ারটেকার ।

--- মরাল অফ দি  স্টোরি

If Life sucks suck it back .






উইলিয়াম  সামারসেট ম'ম এর "The Verger" এর সংক্ষিপ্ত অনুবাদ।
মিল্ফর্দ ডিসেম্বর  ২, ২০১৪


0 comments:

Post a Comment