Wednesday, November 26, 2014

প্রবাসী শ্রমিকের দপ্তর থেকে - ৫

Posted by with No comments

এরিস্টটল  বললেন - ফাইজলামির একটা সীমা আছে, তবে আতলামি অসীম।


আইনস্টাইন বললেন - বস আপনার বয়স হয়েছে , কথা একটু ভুলভাল বলেন। আর্কিমিডিস আপনের চে কত ছোট , সে-ও যাচাই না করে কোনো কথা বলে না ; তাকে দেখেও তো শিখতে পারেন ।   নেক্সট টাইম এইসব তত্ত্ব দেওয়ার আগে আমাকে একবার  জিগ্গেস করে নিবেন।
আমি পরীক্ষা করে দেখেছি , থুক্কু অংক করে পেয়েছি, থুক্কু বারবার মুখ দিয়ে যা করি নাই তাই আসতে চায়। আসলে আমি খুব করে ভেবে দেখেছি  আতলামি আর ফাইজলামি এক ই জিনিস। মহা বিশ্বে মোট আতলামি আর ফাইজলামির পরিমান আসলে ধ্রুব। বেশি বেগে ঝাকি দিলে এরা একটা আরেকটায় কনভার্ট হয়ে যায়। একজন আতেল কে আলোর বেগে ঝাকি দিলে তার সমস্ত আতলামি  ফাইজলামি তে কনভার্ট হয়ে যাবে। ঠিক তেমনিভাবে উচ্চ বেগে বেতের বাড়ি দিলে কঠিন ফাজিল পোলাপান ও আতেল এ পরিনত হয়।  বন্ধুবর ম্যাক্স প্লাঙ্ক  এর পরীক্ষার ফলাফল নিয়ে অনেকক্ষণ চিন্তা  ভাবনা করার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।

হায়গেন্বের্গ এসে বললেন :  আতলামি আর ফাইজলামি কখনো একসঙ্গে চলতে পারে না। একজন আতেল লোক ফাজিলের যেকোনো কথাকে আতলামি ভেবে বসবে। আর ফাজিল আতেলের যেকোনো কথা নিয়েই ফাইজলামি করবে। 
এমন সময় এসে হাজির হলেন বাংলার মরমী সঙ্গীতশিল্পী শুভ্রদেব তিনি গাইলেন -

    আতেল আতেল করিস যারে 
    সে তো আতেল নয়
    ওরে আমার আতেল মন
    পটর পটর বন্ধ কইরা 
    চুপটি কইরা শোন 

মরাল অফ দা স্টোরি : আপনি যদি দেশের রাজপুত্রের নাম কিছু  বলেন তাহলে কিন্তু কেস খাবেন ধর্মীয় অবমাননার । ডিসেম্বর মাস নকিং এট দা ডোর , চেতনা এট ইটস peak । 
   

Related Posts:

  • Life of π                                                         &nb… Read More
  • প্রফেসর পানিনি কতকাল ধরে এই এক রেষ্টুরেন্টেই পড়ে আছি। সেই সময়ের বিশ্বের সেরা বিজ্ঞানীদের একজন ছিলাম আমি । বিজ্ঞান প্রকল্পের "আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায়" প্রথম পুরস্কারের সম্মানটা আমারই … Read More
  • time to time মস্তিষ্কে একটু ছন্দ তোলা অনুভুতির শব্দে অনুবাদ। ছড়া ১. বি টিম ডাকে হরতাল আর এ টিম বানায় বোমা; নেত্রীরা হয় কেবিনেট সাজান নয় তো সাজান খোমা। ভ্যান এর ভিতর মনির পুড়ে, জামাত ঢালে ক্যাশ; সেলিম-খ… Read More
  • God must be crazy :( Sometimes in my mind I differ from all conformist ideologies to contemplate what could have been in Allah's mind when he created the universe. Of course he wanted it to be full of life. So he crea… Read More
  • 2014 বিল গেটস এর চিঠি : [GATES 2014: Annual Letter]   মূল যেকোনো  হিসেবেই পৃথিবী আগের যেকোনো সময়ের চে ভালো আছে। মানুষ সুস্থভাবে  অপেক্ষাকৃত বেশিদিন বাঁচছে। এক সময়ের বৈদেশিক সাহায্যের উপর নির্ভর অনেক দেশই এখন স্বন… Read More

0 comments:

Post a Comment