বাঙালির বিদেশ বিমুখতা আজকের নয় ; শতাব্দী প্রাচীন। সেকালে সমুদ্রযাত্রা খারাপ এই রকম ভিত্তিহীন অজুহাতে লোকজন বিদেশ যেত না বা যেতে দেয়া হত না। সেই প্রথা ভাঙ্তে চেয়েছিলেন রাজা রামমোহন রায়। মনে হয়না খুব একটা কাজ হয়েছে। দেশের বিশাল একটা অংশ এখনো "এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না " এই রকম দর্শন অন্তরে লালন করে । কারনটা দেশের প্রতি টান নয় ; কারন হচ্ছে - নতুন দেশ, নতুন কিছু'র প্রতি বাঙালির চিরকালের ভীতি বা জড়তা। দেশপ্রেম এখানে অজুহাত মাত্র। [পুরোপুরি ব্যক্তিগত ধারনা]
প্রবাসী বাঙালিদের ঢালাওভাবে কে স্বার্থপর বলে জেনারেলাইজ করা দেশপ্রেম ফলানো লোক হাটে-ঘাটে-মাঠে সবখানে পাওয়া যায় , ব্লগে পাওয়া যায় সবচে বেশি । এই ছোটলোকি ফিলোসফি নিয়ে বাসায় বসে আঙ্গুল চুষতে চুষতে শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেছে । আরবরা আফ্রিকা ইউরোপ দখল করে এদিকে ইন্দোনেশিয়া পর্যন্ত চলে গেল। ব্রিটিশরা পৃথিবীর অর্ধেক মাটির অধিকার নিয়ে সগৌরবে দাড়িয়ে আছে । মঙ্গল-তুর্কি রা চীন সাগর থেকে নিয়ে ভুমধ্য সাগর পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে।
আর সংখায় কয়েকগুন বেশি "ভদ্র অতি পোষমানা এ প্রাণ, বোতাম আঁটা জামার নীচে শান্তিতে শয়ান" বাঙালি ঘরের কোনে বসে পরচর্চা করতে করতে , টিভি তে খবর দেখতে দেখতে , জ্যাম সাঁতরিয়ে অফিস গিয়ে আর বেকার সময়ে চা বিড়ি খেয়ে ..খালেদা হাসিনাকে শাপ-শাপান্ত করে ..... দিনের শেষে - "দেখা হলেই মিষ্ট অতি ... মুখের ভাব শিষ্ট অতি ... অলস দেহ ক্লিষ্ট গতি .... গৃহের প্রতি টান" ।
আর যারা জীবন বাজি রেখে ... জিব্রাল্টার পাড়ি দিতে গিয়ে সাগরে ডুবে মরে .... সাহারা মরুভূমিতে তৃষ্ণায় মরে .. আমিরাতে উটের পিঠে মরে ...আফগানিস্তান ইরাকে গুলি খেয়ে বেঘোরে মারা পড়ে.... মালয়েশিয়ায় ক্ষুধায় আর নিষ্ঠুর পিটুনিতে মরে তাদের খবর কেই বা রাখে - তারা ছোটলোক "অবৈধ" বাংলাদেশী .... আর যারা মরে নাই সেই ৬ মিলিয়ন বাংগালি যারা "বিদেশে সুখে থাকে .... দেশের খোজ রাখে না ....Drained Brain..." ... তাদের দেশপ্রেম ডিসকোয়ালিফাইড ।
পৃথিবীর ইতিহাস বলে ঘরকুনো জাতি দিনে দিনে বিলুপ্ত হয়েছে ..... নূহের জাহাজে যারা যেতে চায় নি ...... মায়ান -আজটেক সভ্যতা ... নিজ ভূমি আকড়ে থাকতে থাকতেই বিলুপ্ত হয়েছে .... বর্বর যাযাবর মঙ্গলদের হাতেই পত্তন হয়েছিল পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্যের ....... যেদিন থেকে ইউরোপ জাহাজে চেপে সমুদ্র পাড়ি দিল সেদিন থেকে ওরা পৃথিবীর কর্তৃত্ব নিজের মুঠোয় শুরু করেছিলো ...... হে বাঙালি মাথা উচু করে দেশ ছাড় ...... তোমাদের সেরা দার্শনিক "বরশা হাতে ভরসা প্রাণে সদাই নিরুদ্দেশ " হতে চেয়েছিল ........ কারণ গৌরব সেখানেই .....
** নিজেকে নিজে বুঝাই
** পাকি হানাদারের চে বাঙালির বড় শত্রু ... home sickness ... :(