...

এসেছিস যখন দেয়ালে একটা আঁচড় কেটে যা

Monday, February 22, 2016

Review: কবি : Humayun Ahmed

Posted by with No comments
কবি

এই বইয়ের রিভিউ লেখার সাধ্য আমার নাই।তবে অনুভুতির তরজমা তো করতেই পারি। এই উপন্যাস একাধিক ব্যর্থ মানুষদের উপাখ্যান। রশীদ সাহেব মেয়ের বিয়ে দিতে পারছেন না , ডিগ্রীধারি বেকার দুই ছেলে সহ এক পরিবারে রোজগার চালু রাখতে বুড়ো বয়সে ছাত্র পড়াতে হচ্ছে। স্ত্রী কেন ছেড়ে চলে গিয়েছিলেন তা জেনেও জানতে পারেন নি হোসেন সাহেব। মায়ের পরপুরুষের হাত ধরে চলে যাওয়া মেনে নিতে পারেনি সাজ্জাদ।দিনে দিনে বেড়ে উঠেছে antisocial psychopath হিসেবে। কবি হয়ে ওঠার স্বপ্নেবিভোর সাজ্জাদের ঠাই হয় মাদকাসক্তদের চিকিত্সাকেন্দ্রে। সাজ্জাদের দুই বন্ধু মজিদ আর আতাহার। মজিদের কাছে কবিতা আরাধনার বস্তু।সুবর্ন পত্রিকার সম্পাদকের মতে সত্যি সত্যি কবি হয়ে উঠছিল মজিদ। জাহেদার নিষ্কলুষ প্রেমও তার আরাধ্য। শেষে কবিত্ব বিসর্জন দিয়ে সংসারী হয় মজিদ। এদিকে লেখার হাত যেমনই, হোক কবিতার জন্য প্রায় সবকিছুই বিসর্জন দেয় আতাহার।কবিতা আর নীতু এই দুইজন বাদে বাকি সবই জীবন থেকে বাদ গেছে তার।

উপন্যাসের শেষ অংশে এসে তারাশঙকরের নিতাই কে কোট করছেন লেখক ("জীবন এত ছোট কেনে")। মানুষের জীবনের অপ্রাপ্তি নিয়ে উপন্যাস সম্ভবত অনেক লেখা হয়েছে। তারাশংকরের "কবি"র পর হুমায়ুন আহমেদের "কবি" যেন এক সিক্যুয়েল।হয়তো অন্য কোন লেখকের লেখায় আবার আরো "কবি" লেখা হবে। যতবার লেখা হবে ততবারই হয়তো আমি এমনটাই মুগ্ধ হয়ে পড়ব।

কবি by Humayun Ahmed
My rating: 4 of 5 stars

View all my reviews

Related Posts:

  • লেখাপড়া করে না যে  চার্চ এর কেয়ারটেকার এডওয়ার্ড।  জীবনের কাছে তার চাহিদা ছিল কম. আর তাই নিজেকে আর তার বউ কে নিয়ে দিন কাটছিল সুখে। সমস্যা  হলো তখন যখন চার্চ এর নতুন সুপারিনটেনডেন্ট&n… Read More
  • triskaidekaphobia অতি সম্প্রতি বন্ধু  তাপস একটা শব্দ খুঁজে পেয়েছে- "triskaidekaphobia"  এর মানে হলো। তেরকে ভয় পাওয়া। যারা তের কে ভয় পায় তাদেরকে triskaidekaphobic বলে। যিশু খ্রিষ্টের লাস্ট সাপার এ ডাইন… Read More
  • চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন : রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় "সত্য কথা বারবার বললে শুনতে মিথ্যার মতন শোনায় , আর মিথ্যা কথা বারবার বললে একসময় মানুষ সেটা সত্য ভাবতে শুরু করে " - কথাটা খুব সম্ভবত লেনিনের।  রবীন্দ্রনাথ আর ঢাকা বিশ্ববিদ্য… Read More
  • পাপমোচন উত্তর ভারতের পরাক্রমশালী রাজা পুরু বীরত্বের সাথে যুদ্ধ করেও আলেকজান্ডারের কাছে পরাজিত হন।  পুরুকে বন্দী  অবস্থায় তার সামনে আনা হলো। আলেকজান্ডার পুরুকে প্রশ্ন করেছিলেন। যুদ্… Read More
  • বুঝলো না কেউ তো বুঝলো না আমাকে আজকাল সবাই ভুল বুঝিতেছে । বলিতেছি এক বুঝিতেছে আরেক। সত্য বলিলে মনে করিতেছে ইতরামি করিতেছি  , আর ইতরামি করিলে মনে করিতেছে সত্য ।  সেই … Read More

0 comments:

Post a Comment