...

এসেছিস যখন দেয়ালে একটা আঁচড় কেটে যা

Monday, February 16, 2015

triskaidekaphobia

Posted by with No comments
অতি সম্প্রতি বন্ধু  তাপস একটা শব্দ খুঁজে পেয়েছে- "triskaidekaphobia"  এর মানে হলো। তেরকে ভয় পাওয়া। যারা তের কে ভয় পায় তাদেরকে triskaidekaphobic বলে। যিশু খ্রিষ্টের লাস্ট সাপার এ ডাইনিং টেবিলের ১৩ নম্বর সদস্য ছিল জুডাস; যে যিশু খৃষ্টকে রোমানদের হাতে ধরিয়ে দিয়েছিল। সেই থেকে ১৩ হয়েছে অশুভ বা ভালো বাংলায় যাকে বলে "কুফা " । ডাইনিং টেবিলের তের নম্বর সদস্য হতে তাই সাবধান।


নতুন শব্দ মনে রাখার একটা টেকনিক হচ্ছে তার সাথে পরিচিত কোনো কিছু একটা relate করে ফেলা। মনে মনে তাই নিজেকে triskaidekaphobic ভাবার চেষ্টা করছি। triskaidekaphobic হবার অনেক গুলা কারণ খুঁজে পেয়েছি এখন পর্যন্ত।

১. তাপস এই শব্দটা খুঁজে পেয়েছে ফেব্রুয়ারী মাসের ১৩ তারিখে সকালে। বিকাল বেলা জীবনে প্রথমবারের মত কার ক্র্যাশ এর ভিকটিম হলাম । আগে কখনো কার ক্র্যাশ এর অভিজ্ঞতা হয়নি এমন না। তবে কখনই ড্রাইভিং সিটে নিজে ছিলাম না। কিন্তু এইবার ড্রাইভার সিট এ ছিলাম নিজে। প্রথম কয়েক মিনিটের জন্য তব্দা খাওয়া বেপারটা বাদ দিলে নিজে পুরাই পাঙ্খা আছি। কিন্তু আমার নতুন কেনা পুরনো গাড়ির রিয়ার বাম্পার গেছে ছুটে।তারিখটা ফেব্রুয়ারী ১৩।

২. আমার নিজের নাম শুরু হয় ইংরাজি বর্ণমালার ১৩ নম্বর অক্ষর দিয়ে।

৩. বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাড ভর্তি পরীক্ষার আমার মেধাক্রমের অংকগুলো  (৩৪৬)যোগ করলে যেই সংখ্যা পাওয়া যায় সেটা ১৩। এই বিশ্ববিদ্যালয়ে ক্লাসটেস্ট এ শুন্য পেলে বা ক্লাসনোট না তুললে বাপের কাছে ফোনে নালিশ জানানো হয়।

৪. ক্লাস ফাকি দিলে ব্যাকবেঞ্চার কুলের  অলিখিত আইন - বাকিদের কেউ একজন প্রক্সি দিয়ে দিবে।  একদিন আমি নিজে ক্লাসে উপস্থিত থাকার  পরও আলগা মাতব্বর মুন্না আমার প্রক্সি দিয়ে দিয়েছে। ধরা যাক সেই ক্লাস এর instructor এর কোডনেম "থেটা"। মুন্নার রোল ১৩ আমার ১৯। মাত্র ৬ জনের ব্যবধানেই একই কন্ঠস্বর শুনে থেটার মনে সন্দেহ। মুন্না কে কিছুক্ষণ  দাঁড় করিয়ে জেরা করিয়ে নিশ্চিত হলেন তার রোল ১৯।  চোখের সামনে এক সেমিস্টার এর জন্য অতি পরচিত রোল নম্বরখানা হাতছাড়া হয়ে গেল। সমস্যা সেইটা না সমস্যা হইলো মুন্না পিসড অফ হয়ে থেটার ক্লাস এ তার ভুল ধরা শুরু করলো। থেটা  খেপলো এবং মুন্না কে আগের লেকচার থেকে পড়া ধরল। মুন্না পারল না। ফলাফল মুন্নার তথা রোল ১৯ এর মানে অফিসিয়ালি আমার রনাঙ্গন তথা ক্লাসরুম থেকে নিষ্ক্রমণ । এর প্রেক্ষিতে রোল ১৯ পুরাই blacklisted ।  সেমিস্টার শেষ হবার আগেই বাঁশ খাওয়াটাও  কনফার্ম হয়ে গেল।blacklisted হওয়াটা  ততদিনে আর নতুন কিছু না। সেইটা এমন কোনো সমস্যাও না। পয়েন্ট টু বি নোটেড ইজ   মুন্না রোল ১৯ হিসাবে চিহ্নিত  হয়ে যাওয়ায় আমার অফিসিয়াল সিউডো রোল নম্বর হয়ে গেল ১৩। ।

Related Posts:

  • প্রশান্তপকূলমহাসড়ক memorial day weekend এ গত বছর মার্কিন মিড ওয়েস্ট এর ৫ টা নতুন স্টেট ঘুরে দেখেছিলাম - মিসৌরি কানসাস নেব্রাস্কা আইওয়া  উইসকনসিন। এবার সেরকম কিছু একটা করার প্লান ছিল। কথা… Read More
  • God must be crazy :( Sometimes in my mind I differ from all conformist ideologies to contemplate what could have been in Allah's mind when he created the universe. Of course he wanted it to be full of life. So he crea… Read More
  • 2014 বিল গেটস এর চিঠি : [GATES 2014: Annual Letter]   মূল যেকোনো  হিসেবেই পৃথিবী আগের যেকোনো সময়ের চে ভালো আছে। মানুষ সুস্থভাবে  অপেক্ষাকৃত বেশিদিন বাঁচছে। এক সময়ের বৈদেশিক সাহায্যের উপর নির্ভর অনেক দেশই এখন স্বন… Read More
  • প্রফেসর পানিনি কতকাল ধরে এই এক রেষ্টুরেন্টেই পড়ে আছি। সেই সময়ের বিশ্বের সেরা বিজ্ঞানীদের একজন ছিলাম আমি । বিজ্ঞান প্রকল্পের "আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায়" প্রথম পুরস্কারের সম্মানটা আমারই … Read More
  • নৈরাজ্য এক কালে এক দেশে ছিল মস্ত বড় বক্তা, কথার মারে শত্রুরা সব হত কাঠের তক্তা। যুদ্ধ শুরু হবার আগে  বাণী  দিলেন মিছে, ঝাপিয়ে পড় নিয়ে সাথে যার যা কিছু আছে। ঝাপানো  তো দু… Read More

0 comments:

Post a Comment