Monday, February 16, 2015

triskaidekaphobia

Posted by with No comments
অতি সম্প্রতি বন্ধু  তাপস একটা শব্দ খুঁজে পেয়েছে- "triskaidekaphobia"  এর মানে হলো। তেরকে ভয় পাওয়া। যারা তের কে ভয় পায় তাদেরকে triskaidekaphobic বলে। যিশু খ্রিষ্টের লাস্ট সাপার এ ডাইনিং টেবিলের ১৩ নম্বর সদস্য ছিল জুডাস; যে যিশু খৃষ্টকে রোমানদের হাতে ধরিয়ে দিয়েছিল। সেই থেকে ১৩ হয়েছে অশুভ বা ভালো বাংলায় যাকে বলে "কুফা " । ডাইনিং টেবিলের তের নম্বর সদস্য হতে তাই সাবধান।


নতুন শব্দ মনে রাখার একটা টেকনিক হচ্ছে তার সাথে পরিচিত কোনো কিছু একটা relate করে ফেলা। মনে মনে তাই নিজেকে triskaidekaphobic ভাবার চেষ্টা করছি। triskaidekaphobic হবার অনেক গুলা কারণ খুঁজে পেয়েছি এখন পর্যন্ত।

১. তাপস এই শব্দটা খুঁজে পেয়েছে ফেব্রুয়ারী মাসের ১৩ তারিখে সকালে। বিকাল বেলা জীবনে প্রথমবারের মত কার ক্র্যাশ এর ভিকটিম হলাম । আগে কখনো কার ক্র্যাশ এর অভিজ্ঞতা হয়নি এমন না। তবে কখনই ড্রাইভিং সিটে নিজে ছিলাম না। কিন্তু এইবার ড্রাইভার সিট এ ছিলাম নিজে। প্রথম কয়েক মিনিটের জন্য তব্দা খাওয়া বেপারটা বাদ দিলে নিজে পুরাই পাঙ্খা আছি। কিন্তু আমার নতুন কেনা পুরনো গাড়ির রিয়ার বাম্পার গেছে ছুটে।তারিখটা ফেব্রুয়ারী ১৩।

২. আমার নিজের নাম শুরু হয় ইংরাজি বর্ণমালার ১৩ নম্বর অক্ষর দিয়ে।

৩. বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাড ভর্তি পরীক্ষার আমার মেধাক্রমের অংকগুলো  (৩৪৬)যোগ করলে যেই সংখ্যা পাওয়া যায় সেটা ১৩। এই বিশ্ববিদ্যালয়ে ক্লাসটেস্ট এ শুন্য পেলে বা ক্লাসনোট না তুললে বাপের কাছে ফোনে নালিশ জানানো হয়।

৪. ক্লাস ফাকি দিলে ব্যাকবেঞ্চার কুলের  অলিখিত আইন - বাকিদের কেউ একজন প্রক্সি দিয়ে দিবে।  একদিন আমি নিজে ক্লাসে উপস্থিত থাকার  পরও আলগা মাতব্বর মুন্না আমার প্রক্সি দিয়ে দিয়েছে। ধরা যাক সেই ক্লাস এর instructor এর কোডনেম "থেটা"। মুন্নার রোল ১৩ আমার ১৯। মাত্র ৬ জনের ব্যবধানেই একই কন্ঠস্বর শুনে থেটার মনে সন্দেহ। মুন্না কে কিছুক্ষণ  দাঁড় করিয়ে জেরা করিয়ে নিশ্চিত হলেন তার রোল ১৯।  চোখের সামনে এক সেমিস্টার এর জন্য অতি পরচিত রোল নম্বরখানা হাতছাড়া হয়ে গেল। সমস্যা সেইটা না সমস্যা হইলো মুন্না পিসড অফ হয়ে থেটার ক্লাস এ তার ভুল ধরা শুরু করলো। থেটা  খেপলো এবং মুন্না কে আগের লেকচার থেকে পড়া ধরল। মুন্না পারল না। ফলাফল মুন্নার তথা রোল ১৯ এর মানে অফিসিয়ালি আমার রনাঙ্গন তথা ক্লাসরুম থেকে নিষ্ক্রমণ । এর প্রেক্ষিতে রোল ১৯ পুরাই blacklisted ।  সেমিস্টার শেষ হবার আগেই বাঁশ খাওয়াটাও  কনফার্ম হয়ে গেল।blacklisted হওয়াটা  ততদিনে আর নতুন কিছু না। সেইটা এমন কোনো সমস্যাও না। পয়েন্ট টু বি নোটেড ইজ   মুন্না রোল ১৯ হিসাবে চিহ্নিত  হয়ে যাওয়ায় আমার অফিসিয়াল সিউডো রোল নম্বর হয়ে গেল ১৩। ।

0 comments:

Post a Comment