বাঙালির বিদেশ বিমুখতা আজকের নয় ; শতাব্দী প্রাচীন। সেকালে সমুদ্রযাত্রা খারাপ এই রকম ভিত্তিহীন অজুহাতে লোকজন বিদেশ যেত না বা যেতে দেয়া হত না। সেই প্রথা ভাঙ্তে চেয়েছিলেন রাজা রামমোহন রায়। মনে হয়না খুব একটা কাজ হয়েছে। দেশের বিশাল একটা অংশ এখনো "এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না " এই রকম দর্শন অন্তরে লালন করে । কারনটা দেশের প্রতি টান নয় ; কারন হচ্ছে - নতুন দেশ, নতুন কিছু'র প্রতি বাঙালির চিরকালের ভীতি বা জড়তা। দেশপ্রেম এখানে অজুহাত মাত্র। [পুরোপুরি ব্যক্তিগত ধারনা]