Wednesday, November 26, 2014

প্রবাসী শ্রমিকের দপ্তর থেকে - ৫

Posted by with No comments

এরিস্টটল  বললেন - ফাইজলামির একটা সীমা আছে, তবে আতলামি অসীম।


আইনস্টাইন বললেন - বস আপনার বয়স হয়েছে , কথা একটু ভুলভাল বলেন। আর্কিমিডিস আপনের চে কত ছোট , সে-ও যাচাই না করে কোনো কথা বলে না ; তাকে দেখেও তো শিখতে পারেন ।   নেক্সট টাইম এইসব তত্ত্ব দেওয়ার আগে আমাকে একবার  জিগ্গেস করে নিবেন।

Tuesday, November 4, 2014

বুঝলো না কেউ তো বুঝলো না

Posted by with No comments

আমাকে আজকাল সবাই ভুল বুঝিতেছে । বলিতেছি এক বুঝিতেছে আরেক। সত্য বলিলে মনে করিতেছে ইতরামি করিতেছি  , আর ইতরামি করিলে মনে করিতেছে সত্য ।  সেই ছোট বেলায় হাপপেন আমলে খেলার মাঠে পোলাপান আমার কথা এক বাক্যে মানিয়া লইত। কারন কাইন্ঠামি -চুরামি- বাটপারি আমি জীবনেও করি নাই।  খেলার মাঠে আল-আমিন তথা বিশ্বস্ত হিসাবে বিশেষ সুনামের অধিকারী ছিলাম ।