...

এসেছিস যখন দেয়ালে একটা আঁচড় কেটে যা

Friday, September 16, 2016

Oktoberfest Zinzinnati

Posted by with No comments
জার্মান যুবরাজ লুডভিগ আর স্যাক্সন রাজকন্যা থেরেসা সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1810 সালের অক্টোবর মাসের 12 তারিখে।বিয়ের উতসবে আমন্ত্রিত ছিল রাজ্যের সমস্ত মানুষ। মিউনিখের প্রবেশদ্বারের সামনের উদ্যানে নেচে গেয়ে রাজকীয় উতসব উদযাপন করে ব্যাভারিয়ানরা। আয়োজন করা হয় ঘোরদৌড় আর পনোত্সবের।পরে এই যুগল রাজা এবং রানী হন। প্রতি বছর একই দিনে এই উতসব একটা ট্রেডিশনে পরিনত হয়।এটাই একসময় হয়ে দাড়ায় মিউনিখবাসীর সবচে বড়...