Saturday, August 1, 2015

বন্ধু দিবস ২০১৫

Posted by with No comments
Hiking জিনিসটা আমি আজকেই প্রথম করছি না।তারপরও এই ব্যাপারটায় আমার পা ঠিক অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। প্রত্যেকবার শেষ কয়েক মাইল আমাকে মচকানো হাঁটু নিয়ে খুড়িয়ে শেষ করতে হয়েছে। মূল প্রসংগ সেটা নয়। বরাবরের মত আজও গাড়ি থেকে নেমে খুড়িয়ে খুড়িয়ে সদর দরজার কাছে এসে চাবি বের করার জন্য পকেটে হাত ঢুকাতেই দরজা ঝিঝি পোকার মত শব্দ করে উঠল। মানে উপর থেকে কেউ আমার জন্য দরজার লক খুলে দিয়েছে। অবাক হলেও ব্যাপারটা খুব একটা গরজ না করে সিড়ি বেয়ে উঠে দেখি আমার দরজার সামনে আমার প্রতিবেশিনী ভেলমা হেলস দাড়িয়ে আছে।
- What happened to your leg?
- Nothing. Its body soreness for I hiked today.
তারপর সে বলল তুমি বেকিং পাউডার একটু গরম পানিতে মিশিয়ে পা ডুবিয়ে বসে থাকো। সোরনেস চলে যাবে। আমি থ্যাংক্যু দিয়ে ওর শরীরের খবর জিজ্ঞেস করলাম। সে বলতে শুরু করল। একবার বলতে শুরু করলে ভেলমা সহজে থামে না।আমি সহজে কাউরে না কইতে পারি না। বিরক্তি পেটের ভিতর রেখে হাসিমুখে সব শুনতে থাকলাম। নিজে থেকেই একটু পর বলল - ওহ সরি! য়্যু মাস্ট বি টায়ার্ড । গেট ওয়ারম শাওয়ার, এন্ড রেস্ট। আমি বাসায় ঢুকেই বাথরুমে চালান হয়ে গেলাম।
মিনিট দশেক পর দরজায় ধাক্কা। বেশ জোরেশোরে ধাক্কা। আমার এবাসার দরজায় আজ অব্দি কেউ নকও করে নি। অবাক হয়ে দরজা খুলে দেখি ভেলমা দাড়িয়ে। বলছে - আমি ভুল করে পাশের বাসায় নক করে ফেলেছি তারপর কথায় কথায় দেরি হয়ে গেল। তোমার কাছে হয়ত বেকিং পাউডার নেই - এই নাও এটা তোমার জন্য। রান্নার আগে এই কাপকেক দুইটা খাইয়া নিও। আমি আবারও অবাক এবং নির্বাক। আমার থ্যাঙক্যু নিয়ে ভেলমা কথা না বাড়িয়ে নিজের দরজা আটকে দিল।


কেউ যখন জিজ্ঞেস করে আমার বেস্টফ্রেন্ড কে আমি উত্তর খুজে পাইনা। ইংরেজি ভাষার সুপারলেটিভ ডিগ্রী এখানে বেকার। আমি সবসময় গর্ব করি । আমার বন্ধু ভাগ্য ভাল - আই এম লাকি । আজ এক লটারিবিক্রেতার টিশার্টে লেখা দেখলাম "I am not just lucky, I am blessed." মনে হচ্ছে আমি শুধু লাকি না, আমিও ব্লেসড।