আমার জন্ম রোহিঙ্গা শিবিরে হতেই পারত। বাংলাদেশে এরকম সোয়া ৪ কোটি মানুষ আছে যাদের ১ দিনের আয় এদেশে একটা গড়পরতা মানুষের ১৫ মিনিটের আয়ের চেয়ে কম। ঐসব পরিবারের যেকোনো একটায় আমার জন্ম হতেই পারত। আমি হয়ত সাগরে ভেসে যাওয়া নৌকায় চেপে বসতেই পারতাম বেনিয়াদের আশ্বাসে। কোনো ভাবে উপকূলে পৌছুতে পারতাম হয়ত। জঙ্গলে বাঘের খাদ্য না হয়ে , অথবা দালালের ক্ষুরধার ছলে বিভ্রান্ত হয়ে কবরস্থ হবার আগেই হয়ত পেয়ে যেতাম একটা নির্মান শ্রমিকের কাজ। পেটেভাতে হয়ত বেচে থাকতে হত না আমাকে। কিছু টাকা পয়সা জমেই যেত বছর শেষে।
পৃথিবীর কোটি কোটি মানুষের স্বপ্নের শেষ সীমাটা এইরকমই।
আমাকে এমন স্বপ্ন দেখতে হয়নি। জন্মের আগেই ওভারিয়ান লটারিটা জিতে নিয়েছিলাম বলে। আমার বাবা-মায়ের নিজের বলার মত একটা দেশ ছিল, তাদের সেখানে থাকার মত জায়গা ছিল, বিপদে পাশে দাড়ানোর মতন প্রতিবেশী ছিল, আমাকে স্কুলে ভর্তি করানোর ইচ্ছা এবং সামর্থ্য ছিল। I am born lucky.
পৃথিবীর কোটি কোটি মানুষের স্বপ্নের শেষ সীমাটা এইরকমই।
আমাকে এমন স্বপ্ন দেখতে হয়নি। জন্মের আগেই ওভারিয়ান লটারিটা জিতে নিয়েছিলাম বলে। আমার বাবা-মায়ের নিজের বলার মত একটা দেশ ছিল, তাদের সেখানে থাকার মত জায়গা ছিল, বিপদে পাশে দাড়ানোর মতন প্রতিবেশী ছিল, আমাকে স্কুলে ভর্তি করানোর ইচ্ছা এবং সামর্থ্য ছিল। I am born lucky.
May 21, 2015