Thursday, February 27, 2014

এ সাসপিশাস মাইন্ড

Posted by
তিনি বললেন "তখনকার যে সরকার ছিল- একজন মিলিটারি ডিকটেটর। তিনি কিন্তু আমাকে দেশে আসতে দেয়নি। তখন বাধ্য হয়ে আমাকে এক্সাইলে থাকতে হয়েছিল, পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে।"

কল্পনায় ডুবে গেলেন তিনি। 

Tuesday, February 4, 2014

2014 বিল গেটস এর চিঠি : [GATES 2014: Annual Letter]

Posted by

যেকোনো  হিসেবেই পৃথিবী আগের যেকোনো সময়ের চে ভালো আছে। মানুষ সুস্থভাবে  অপেক্ষাকৃত বেশিদিন বাঁচছে। এক সময়ের বৈদেশিক সাহায্যের উপর নির্ভর অনেক দেশই এখন স্বনির্ভর। আপনি হয়ত  ভাবছেন এরকম তাক লাগিয়ে দেয়ার মত উন্নতি ধুমধাম করে  উদযাপন করা উচিত; বরং মেলিন্ডা আর আমি অবাক হই এটা দেখে যে, এখনো কত মানুষ ভাবে যে পৃথিবীর অবস্থা দিন কে দিন খারাপ হচ্ছে। পৃথিবীর দারিদ্র্য আর অসুখ-বিসুখ দূর করা অসম্ভব এমন ধারণা করা শুধু ভুলই  নয় , বিপদজনকও বটে। আর তাই এবছর আমরা এরকম কিছু মিথ ( ## প্রতিষ্ঠিত ভ্রান্ত ধারণা ) নিয়ে ভিন্ন আংগিকে ভেবে দেখছি। আশা করছি পরেরবার এরকম মিথ এর মুখোমুখি হলে আপনিও তাই করবেন ।