Tuesday, June 9, 2015

Mackinac Island 2015

Posted by with No comments
জুন মাসের ৬ তারিখের সকাল বেলা। Marquett Park এ অভিযাত্রীরা । দূরে Marquett সাহেবের মূর্তি । তারও পিছনে দেখা যাচ্ছে Fort Mackinac । সাদা পাথরে বাধানো সিড়ি দিয়ে উঠে দূর্গে প্রবেশ করেই ডানপাশে রাখা কামানটা থেকে একটা তোপধ্বনি করার কথা আমার। আগেই টিকিট কেটে কনফার্ম করে রাখা হয়েছে .





সকাল 9 টায় ট্রেনিং শুরু । তারপর ঠিক সাড়ে নয়টায় চালানো হল তোপ ।





পদব্রজে দ্বীপ প্রদক্ষিনের শুরু। দূর্গ থেকে বেরিয়ে বাগান মত একটা জায়গায় নেমে যাওয়া পথের বাঁকে এসে থামি। সকালবেলা ঘুম থেকে উঠে বাতায়ন পাশে এমন একটা দৃশ্য পাবার জন্য কত টাকা লাগবে ভাবতে থাকি।






স্কাউটের কুচকাওয়াজ Left .Right. Left ...Left... Left এর তালে তালে 






ক্যমেরায় সুজনের একটা ছবি তোলার প্রচেষ্টা চলছিল.এই ভদ্রলোক চলে এলেন ঠিক মোবাইলের লেন্সের সামনে।বিহ্বলতা কাটিয়ে উঠেই দিলাম চেপে বাটন -
                                            না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাঙচিল।





বাইক লেন ধরে হেটে চলা পথে । .....আমার পথচলার মা...ঝপথে  ...





 লেকের পাড় এত কাছে পেয়ে উচ্ছসিত , উচ্চকিত অভিযাত্রীরা





ঐ দূর দূর-দূরান্তে,
দিন-দিনান্তে, নীল-নীলান্তে,

কিছু জানতে না জানতে

শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়।





আর্চেস রক, গম্বুজ পাথর





সুগারলোফ রক






আর্চেস রক (গম্বুজ পাথর) এর পথে দুই শতাধিক ধাপের সিড়িতে আগত অভিযাত্রীর দল

 




আবার সাইকেলে দ্বীপ প্রদক্ষিন । আমি আমার পায়ে চেপেই ফিরে চলি ফেরি ঘাটে । 





এই পথ গেছে মিশে আমার বেলা শেষে,
স্বপ্ন ফিরে আসে
পৃথিবীর দুরদেশে জীবনকে কোন এক স্বপ্ন ভেবে ...





সফল দ্বীপ প্রদক্ষিনের পর ট্যানডেমে সওয়ার যুগল





বৃষ্টিস্নাত সকালে বিষন্ন লেক হিউরন । ছেড়ে যাবার আগে শেষ দেখা । 



শেষ

মিলফোর্ড . ওহাইয়ো, ১০ ই জুন ২০১৫