...

এসেছিস যখন দেয়ালে একটা আঁচড় কেটে যা

Friday, September 16, 2016

Oktoberfest Zinzinnati

Posted by with No comments
জার্মান যুবরাজ লুডভিগ আর স্যাক্সন রাজকন্যা থেরেসা সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1810 সালের অক্টোবর মাসের 12 তারিখে।বিয়ের উতসবে আমন্ত্রিত ছিল রাজ্যের সমস্ত মানুষ। মিউনিখের প্রবেশদ্বারের সামনের উদ্যানে নেচে গেয়ে রাজকীয় উতসব উদযাপন করে ব্যাভারিয়ানরা। আয়োজন করা হয় ঘোরদৌড় আর পনোত্সবের।পরে এই যুগল রাজা এবং রানী হন। প্রতি বছর একই দিনে এই উতসব একটা ট্রেডিশনে পরিনত হয়।এটাই একসময় হয়ে দাড়ায় মিউনিখবাসীর সবচে বড় শারদীয় আনন্দোতসব "অক্টোবরফেস্ট"।জার্মানদের দাবি এটাই পৃথিবীর সবচে বড় লোকজ উত্সব।

আজকের সিনসিনাটি অধিবাসীদের একটা বড় অংশ মূলত ব্যাভরিয়ানদের বংশধর। পূর্বপুরুষদের হাত ধরেই আমেরিকাতে অক্টোবরফেস্টের আমদানি। সময়ের সাথে সাথে উতসবের দিন ক্ষন পরিবর্তন হতে হতে অক্টোবর মাসের সেই উতসব এখন চলে এসেছে সেপ্টেম্বরে। আর আমেরিকার সবচে বড় অক্টোবরফেস্ট "Oktoberfest Zinzinnati "এখন চলছে সিনসিনাটিতে।

Related Posts:

  • প্রবাসী শ্রমিকের দপ্তর থেকে - ৫ এরিস্টটল  বললেন - ফাইজলামির একটা সীমা আছে, তবে আতলামি অসীম। আইনস্টাইন বললেন - বস আপনার বয়স হয়েছে , কথা একটু ভুলভাল বলেন। আর্কিমিডিস আপনের চে কত ছোট , সে-ও যাচাই না করে কোনো কথা… Read More
  • প্রবাসী শ্রমিকের দপ্তর থেকে -৩ ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হয়ে গেল। জার্মানি শেষ পর্যন্ত দুর্দান্ত খেলে শিরোপা জিতে নিল । নিজে সাপোর্টার বলেই একটু উচ্ছসিত আমি নিজেও । এলাকার সমবয়সী সবাইকে রোজার দিনে কিছু খাওয়… Read More
  • প্রবাসী শ্রমিকের দপ্তর থেকে 1. মে ২, ২০১৪ তার সঙ্গে আমার পরিচয় অনেক দিন । একই রকম পারিবারিক সীমানার মধ্যে বড় হয়েছি। অনেক বই পড়ুয়া। আমি স্কুল পালিয়ে বাসায় মুভি অব দা উইক  দেখি। সে  পালায় মাসু… Read More
  • প্রবাসী শ্রমিকের দপ্তর থেকে ৬ আমার জন্ম রোহিঙ্গা শিবিরে হতেই পারত। বাংলাদেশে এরকম সোয়া ৪ কোটি মানুষ আছে যাদের ১ দিনের আয় এদেশে একটা গড়পরতা মানুষের ১৫ মিনিটের আয়ের চেয়ে কম।  ঐসব পরিবারে… Read More
  • চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন : রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় "সত্য কথা বারবার বললে শুনতে মিথ্যার মতন শোনায় , আর মিথ্যা কথা বারবার বললে একসময় মানুষ সেটা সত্য ভাবতে শুরু করে " - কথাটা খুব সম্ভবত লেনিনের।  রবীন্দ্রনাথ আর ঢাকা বিশ্ববিদ্য… Read More

0 comments:

Post a Comment