...

এসেছিস যখন দেয়ালে একটা আঁচড় কেটে যা

Thursday, February 27, 2014

এ সাসপিশাস মাইন্ড

Posted by
তিনি বললেন "তখনকার যে সরকার ছিল- একজন মিলিটারি ডিকটেটর। তিনি কিন্তু আমাকে দেশে আসতে দেয়নি। তখন বাধ্য হয়ে আমাকে এক্সাইলে থাকতে হয়েছিল, পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে।"

কল্পনায় ডুবে গেলেন তিনি। 


তিনি দেশে ফিরেছিলেন ১৯৮১ সালের ১৭ ই মে ; সেই একই "একজন মিলিটারি ডিকটেটর" এর সময়েই। "একজন মিলিটারি ডিকটেটর২ সপ্তাহর মাথায় [৩০ মে] আততায়ীর হাতে নিহত হলেন।[What a timing!!!] সন্দেহের তীর আরেক ভাবি "মিলিটারি ডিকটেটর" এর দিকে। নতুন ডিকটেটর এর সাথে "তিনি" নির্বাচনে গিয়ে তাকে গণতন্ত্রী বলে স্বীকৃতি দিলেন। ডিকটেটর ততদিনে কবি ও প্রেমিক হিসেবে সুপরিচিত হয়েছেন। 

তারপর দিন গেল, মাস গেল, কত বছর গড়িয়ে গেল।কারা যেন ভালোবেসে গণতন্ত্রের আলো জ্বেলে দিয়ে গেল। একদিন "তিনি" অনেক ক্ষমতার অধিশ্বরী হলেন।ডিকটেটরকে জেল থেকে ছাড়িয়ে আনলেন।একে একে ঐকমত্যের সরকার , মহাজোট সরকার গঠন করলেন।ডিকটেটর বিরক্ত হয়ে ভাবেন  

আর পারিনা গুরু
সেই একাশি থেকে শুরু। 

আর বলেন - 

আবার যদি যাই 
তবে থুতু খাই 

ডিকটেটর থুতু গিলে "তিনি" র সাথে নির্বাচনে গিয়ে তাকে স্বীকৃতি দিলেন। তার বিশেষ দূত হলেন।
সংসদ এখন প্রানবন্ত।

কল্পনা থেকে বাস্তবে ফিরলেন তিনি। যেখানে থেমেছিলেন সেখান থেকেই বলতে শুরু করলেন- "সেই সময় ওই পান্ডেরা রোডে দিল্লিতে আমরা ছিলাম।......."

###কিউরিউস মাইন্ড সব কিছুতে কন্স্পিরেসি খুঁজে।  

http://bangla.bdnews24.com/bangladesh/article750285.bdnews

Related Posts:

  • অসমাপ্ত আত্মজীবনি : শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মজীবনি পড়া শেষ করলাম। তার নিজের হাতে লেখা ও তার মেয়েদের হাতে সম্পাদিত বইটিতে তার রাজনৈতিক জীবনের প্রথম দিকের দিনলিপি এখানে তিনি তুলে ধরতে সচেষ্ট হয়েছেন । তার লেখার ভঙ্… Read More
  • অডিয়েসেলারিয়ো জোছনা বিলাস ... adiyeselarinus Lunatismus .... শুক্লপক্ষের পঞ্চদশ তিথি [ ফেব্রুয়ারির ২২, ২০১৬] Photcredit: Pentax XG-1  at 36.1X zoom … Read More
  • বন্ধু দিবস ২০১৫ Hiking জিনিসটা আমি আজকেই প্রথম করছি না।তারপরও এই ব্যাপারটায় আমার পা ঠিক অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। প্রত্যেকবার শেষ কয়েক মাইল আমাকে মচকানো হাঁটু নিয়ে খুড়িয়ে শেষ করতে হয়েছে। মূল প্রসংগ সেটা নয়। বরাবরে… Read More
  • পয়লা বৈশাখ -প্রবাসি শ্রমিকের দপ্তর থেকে আমি আমেরিকায় অবতীর্ন হই কলম্বাসের ৫১৮ বছর পর। প্রথম যে ফাস্টফুড খাই তার নাম চিকেন বুরিতো।একটা মেক্সিকান খাবার, রুটির ভেতর ভাত আর টমেটোর প্রলেপ দেয়া সিদ্ধ মাংস। অর্ডার দেবার সময় কাউন্টারের ভদ্রলোক জ… Read More
  • Review: কবি : Humayun Ahmed এই বইয়ের রিভিউ লেখার সাধ্য আমার নাই।তবে অনুভুতির তরজমা তো করতেই পারি। এই উপন্যাস একাধিক ব্যর্থ মানুষদের উপাখ্যান। রশীদ সাহেব মেয়ের বিয়ে দিতে পারছেন না , ডিগ্রীধারি বেকার দুই ছেলে সহ এক পরিবা… Read More