Thursday, February 27, 2014

এ সাসপিশাস মাইন্ড

Posted by
তিনি বললেন "তখনকার যে সরকার ছিল- একজন মিলিটারি ডিকটেটর। তিনি কিন্তু আমাকে দেশে আসতে দেয়নি। তখন বাধ্য হয়ে আমাকে এক্সাইলে থাকতে হয়েছিল, পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে।"

কল্পনায় ডুবে গেলেন তিনি। 


তিনি দেশে ফিরেছিলেন ১৯৮১ সালের ১৭ ই মে ; সেই একই "একজন মিলিটারি ডিকটেটর" এর সময়েই। "একজন মিলিটারি ডিকটেটর২ সপ্তাহর মাথায় [৩০ মে] আততায়ীর হাতে নিহত হলেন।[What a timing!!!] সন্দেহের তীর আরেক ভাবি "মিলিটারি ডিকটেটর" এর দিকে। নতুন ডিকটেটর এর সাথে "তিনি" নির্বাচনে গিয়ে তাকে গণতন্ত্রী বলে স্বীকৃতি দিলেন। ডিকটেটর ততদিনে কবি ও প্রেমিক হিসেবে সুপরিচিত হয়েছেন। 

তারপর দিন গেল, মাস গেল, কত বছর গড়িয়ে গেল।কারা যেন ভালোবেসে গণতন্ত্রের আলো জ্বেলে দিয়ে গেল। একদিন "তিনি" অনেক ক্ষমতার অধিশ্বরী হলেন।ডিকটেটরকে জেল থেকে ছাড়িয়ে আনলেন।একে একে ঐকমত্যের সরকার , মহাজোট সরকার গঠন করলেন।ডিকটেটর বিরক্ত হয়ে ভাবেন  

আর পারিনা গুরু
সেই একাশি থেকে শুরু। 

আর বলেন - 

আবার যদি যাই 
তবে থুতু খাই 

ডিকটেটর থুতু গিলে "তিনি" র সাথে নির্বাচনে গিয়ে তাকে স্বীকৃতি দিলেন। তার বিশেষ দূত হলেন।
সংসদ এখন প্রানবন্ত।

কল্পনা থেকে বাস্তবে ফিরলেন তিনি। যেখানে থেমেছিলেন সেখান থেকেই বলতে শুরু করলেন- "সেই সময় ওই পান্ডেরা রোডে দিল্লিতে আমরা ছিলাম।......."

###কিউরিউস মাইন্ড সব কিছুতে কন্স্পিরেসি খুঁজে।  

http://bangla.bdnews24.com/bangladesh/article750285.bdnews