মস্তিষ্কে একটু ছন্দ তোলা অনুভুতির শব্দে অনুবাদ।
ছড়া১.
বি টিম ডাকে হরতাল আর
এ টিম বানায় বোমা;
নেত্রীরা হয় কেবিনেট সাজান
নয় তো সাজান খোমা।
ভ্যান এর ভিতর মনির পুড়ে,
জামাত ঢালে ক্যাশ;
সেলিম-খালেক আইফোন টেপে;
বিবৃতি দ্যায় বেশ।
তারা সাহেব মুড়ি খান, আর
শরন বাবু জল;
থুতু গেলেন চাচা মিয়া
লোড রাখেন পিস্তল।
গনি মিয়া গরীব কৃষক
জর্জরিত ঋনে
ইলেকশনের খ্যাতা পুড়েন
ঘৃনার কেরোসিনে।
ডিসেম্বর 9, 2013
২.
লোকে বলে ঘোর কলিকাল
বিল গেটস বলে "উল্টা!
আমি গিয়ে পোলিও সারাই
তোমরা ফেলো বালটা!!"
২/১০/২০১৪
৩.
নাই কোনো একাডেমি নাই কোনো বইমেলা
শিকাগোতে গাড়িমেলা ঘুরি ফিরি সারাবেলা।
২/১৩/২০১৪
৪.
এবারের এশিয়া কাপ
দেশের উপর অনেক চাপ
২/২৭/২০১৪
৫.
Hyper অধি হলে Para হয় পরা
মেনে নিলে ব্যাকরণে ধরা হয় সরা
প্রাস টাকে ছুড়ে দ্যাখ parabola হয়
বাংলায় বলে দ্যাখ সহজ অত নয়
তুই যদি পরা বলিস অধি ব্যথা পায়
ইংরেজি বললেই ল্যাঠা চুকে যায়।
২/২৮/২০১৪
৬.
এসেছে নতুন লেবু তাকে ছেড়ে দিতে হবে স্থান
চিপে চিপে তিতা করুন, করুন ছাল চামড়া সমান।
চিপার জন্য নতুন নতুন লেবু চান ?
Contact Lemon Merchant তারেক রহমান।
৩/২৭/২০১৪
৭.
ডরাইনা দল ডরাইনা লীগ
পুছি না RAB-ঠোলা
All that because I am
নারায়ণগঞ্জের পোলা।
05/09/2014
8.
সময় ছিল একটা যখন
ফেইসবুকটা খুললেরে
থরে থরে আসতো ছবি
ওরে আমার আল্লারে
আজকে বিয়া চৌধুরীতে
কালকে white hall
পরশু বিয়া চট্টগ্রামে
বড্ড হট্টগোল
গবেষনার কাজের চাপে
হচ্ছি নাভিশ্বাস
ওদিকে কেউ বাপ হয়েছে
বয়স চোদ্দ মাস
ডিগ্রী শেষে চাকরি ধরি
কিনব এবার গাড়ি
অমুক তখন বছর মেলায়
থার্ড এনিভার্সারি।
তোমার সাথেই যখন আমার
প্রথম পরিচয়
ভেবেছিলাম - আহা !
এই কি সেই নয়?
নতুন মুখ আর নতুন সুরে
নতুন সুবাসে
আজও সেই সময় গুলো
নিত্য ফিরে আসে।
তুমি না হয় প্রথম ছিলে
শেষটাও যদি হতে
নতুন করে প্রেমে পরার
স্বাদ কি তুমি পেতে?
বলি তাই থাকলে না হয়
আর কটা দিন একা।
খেলে না হয় একটু কম
উনার বকা ঝকা।
৯.
৫/১৪/২০১৪
তিল কে যদি তাল কর ; আর
গোল কে কর গাল ,
ফিট এর সাথে ফাট জুড়ে যায়
বন্ধু চিরকাল।
সাদা যদি বা ফক ফকা হয় ;
লাল কভু টুক টুকা।
সোনা হয়না খাটি; যতই
হোক না সে চক চকা।
ঝলমলিয়ে রৌদ্র হাসে
টলমলিয়ে পানি
কুলকুলিয়ে বয় নদী
আমরা সবাই জানি।
পট পটা পট পটকা ফুটে
ফট ফটা ফট খৈ
ঝট পট ব্রাশ করে নে
টুথপেস্ট গেল কই ?
তরতরিয়ে মই বেয়ে যাও
সুর সুর করে সর
হন হনিয়ে রাস্তা পেরোও
টপ টপ করে পর।
১০.
বলছ বল যত্ত খুশি ভাদা কিম্বা ছাগু
বলছি তোমায় দেশপ্রেম একটা কাঠ বলদের গু।